CONFUSINGQUESTION Telegram 106
🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper

▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27

▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।

▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।

▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।

▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।

▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।

▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )


🔲Important তথ্যসমূহ

▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।

▫️AlCl₃ ডাইমার গঠন করে ।

▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C

▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।

▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।

▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।

▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।

▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।

▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।

▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।

▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C

▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।

▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।

▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।

▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr

▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃

▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂




©Notes Zone
215👍26🔥20🥰7🤩5👏3😢3🎉3🤔2😱2



tgoop.com/confusingquestion/106
Create:
Last Update:

🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper

▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27

▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।

▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।

▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।

▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।

▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।

▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )


🔲Important তথ্যসমূহ

▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।

▫️AlCl₃ ডাইমার গঠন করে ।

▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C

▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।

▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।

▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।

▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।

▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।

▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।

▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।

▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C

▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।

▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।

▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।

▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr

▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃

▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂




©Notes Zone

BY Notes Zone।Exam Mate


Share with your friend now:
tgoop.com/confusingquestion/106

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

How to create a business channel on Telegram? (Tutorial) While some crypto traders move toward screaming as a coping mechanism, many mental health experts have argued that “scream therapy” is pseudoscience. Scientific research or no, it obviously feels good. The SUCK Channel on Telegram, with a message saying some content has been removed by the police. Photo: Telegram screenshot. More>> fire bomb molotov November 18 Dylan Hollingsworth yau ma tei
from us


Telegram Notes Zone।Exam Mate
FROM American