➡️এক দেশে এক সময় এক ডাকাত ছিল, তার নাম রবিনহুড। তবে সে ছিল এক ব্যতিক্রমী ডাকাত—ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতো, কিন্তু নিজে কিছুই রাখতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের অসহায়দের সাহায্য করা।👍
➡️ঠিক তেমনই, আমাদের শরীরে এক ক্ষুদ্র অথচ মহৎ অণু রয়েছে—হিমোগ্লোবিন (Hb)। এর কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তা রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। মজার বিষয় হলো, হিমোগ্লোবিন নিজে এই অক্সিজেন ব্যবহার করে না; বরং অক্সিজেনকে ঠিক সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।
💯এই নিঃস্বার্থ সেবার জন্যই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু—যে নিজে কিছু না নিয়ে অক্সিজেন বিলিয়ে দেয় আমাদের শরীরের জন্য।
➡️এক দেশে এক সময় এক ডাকাত ছিল, তার নাম রবিনহুড। তবে সে ছিল এক ব্যতিক্রমী ডাকাত—ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতো, কিন্তু নিজে কিছুই রাখতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের অসহায়দের সাহায্য করা।👍
➡️ঠিক তেমনই, আমাদের শরীরে এক ক্ষুদ্র অথচ মহৎ অণু রয়েছে—হিমোগ্লোবিন (Hb)। এর কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তা রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। মজার বিষয় হলো, হিমোগ্লোবিন নিজে এই অক্সিজেন ব্যবহার করে না; বরং অক্সিজেনকে ঠিক সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।
💯এই নিঃস্বার্থ সেবার জন্যই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু—যে নিজে কিছু না নিয়ে অক্সিজেন বিলিয়ে দেয় আমাদের শরীরের জন্য।
Add the logo from your device. Adjust the visible area of your image. Congratulations! Now your Telegram channel has a face Click “Save”.! Content is editable within two days of publishing The administrator of a telegram group, "Suck Channel," was sentenced to six years and six months in prison for seven counts of incitement yesterday. 4How to customize a Telegram channel? Hui said the time period and nature of some offences “overlapped” and thus their prison terms could be served concurrently. The judge ordered Ng to be jailed for a total of six years and six months.
from us