tgoop.com/confusingquestion/139
Create:
Last Update:
Last Update:
🔲এসিড ও ক্ষারক
৪টা সূত্র মনে রাখো , তাহলে
এসিড ও
ক্ষারক সহজেই চিনতে পারবে ।
___
সূত্র ০১: ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো ক্ষারক হবে ।
___
সূত্র ০২: অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
___
সূত্র ০৩: ধনাত্নক যৌগমূলক + OH- =
ক্ষারক ।
___
সূত্র ০৪: ঋণাত্মক যৌগমূলক H+ =
এসিড ।
___
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে
দেওয়া হল ।
ব্যাখ্যা ০১: ধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH₂, KH, CaH₂
___
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে
অক্সিজেন
থাকলেও সেটি ক্ষারক ।
যেমনঃ Na₂O, MgO, K₂O, CaO
___
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড থাকলেও
সেটি ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)₂, KOH, Ca(OH)₂
___
ব্যাখা ০৪: অধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
___
ব্যাখা ০৫: অধাতুর সাথে
অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO₂
___
ব্যাখা ০৬: অধাতুর
সাথে হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
___
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের
সাথে H
+ যুক্ত হলে এসিড হয় ।
যেমনঃ HNO₃, HNO₂
___
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের
সাথে OH- যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH₄OH.
BY Notes Zone।Exam Mate

Share with your friend now:
tgoop.com/confusingquestion/139
