tgoop.com/confusingquestion/206
Create:
Last Update:
Last Update:
কেমন হয় যদি পদার্থ ২য় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের দর্পনে বস্তুর অবস্থানের একটা বিদঘুটে ছকটাকে সহজ করে শিখা যায়🤗?
ছবিটা দেখেন আর নিচের লেখা গুলি মিলান।
বস্তুর ৬টা ভিন্ন অবস্থানঃ
1⇨অসীম
2⇨অসীম এবং 2f এর মাঝে বা 2f এর বাইরে
3⇨2f বা বক্রতার কেন্দ্রে
4⇨f এবং 2f এর মাঝে
5⇨ফোকাস বা f --এ
6⇨ফোকাস এবং মেরুর মাঝে
বিম্বের অবস্থানঃ
বস্তু 1এ থাকে বিম্ব 5এ হয়, বস্তু 2 এ থাকলে 4 হয়। অর্থাৎ, বস্তু ও বিম্বের অবস্থানের যোগফল সবসময় 6 হয়।
বিম্বের প্রকৃতিঃ
১ থেকে ৫নং অবস্থানে বাস্তব বিম্ব হয়, ৬ নং অবস্থানে অবাস্তব হয়।
বিম্বের আকৃতিঃ
*বস্তু 1 ও 2 এ থাকলে বিম্ব ছোট
*বস্তু 3 এ থাকলে বিম্ব সমান
*বস্তু 4,5,6 এ থাকলে বিম্ব বড়
বিম্ব সোজা/উল্টাঃ
সকল বাস্তব বিম্ব উল্টা, সকল অবাস্তব বিম্ব সোজা (দর্পণ ও লেন্স সবার জন্য)
☞প্রশ্নে ফোকাস দেওয়া থাকলে 5 এবং কেন্দ্র দেওয়া থাকলে 3 বা 2f ধরে কাজ করবেন। অংক করার কোনো প্রয়োজন পড়বেনা। একবার চেক করে দেখেতে পাড়েন।
©Note Zone
BY Notes Zone।Exam Mate

Share with your friend now:
tgoop.com/confusingquestion/206
