tgoop.com/confusingquestion/218
Create:
Last Update:
Last Update:
১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]
এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1
সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3
***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷
এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1
🔘@ Hafsha Mim Jannatee
▫️NotesZone:https://www.tgoop.com/confusingquestion
BY Notes Zone।Exam Mate
Share with your friend now:
tgoop.com/confusingquestion/218
