CONFUSINGQUESTION Telegram 218
১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]

এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1

সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3

***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷

এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1

🔘@ Hafsha Mim Jannatee


▫️NotesZone
:https://www.tgoop.com/confusingquestion
255👏28🔥25😱15🥰8🤔7🤩2



tgoop.com/confusingquestion/218
Create:
Last Update:

১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]

এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1

সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3

***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷

এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1

🔘@ Hafsha Mim Jannatee


▫️NotesZone
:https://www.tgoop.com/confusingquestion

BY Notes Zone।Exam Mate


Share with your friend now:
tgoop.com/confusingquestion/218

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

Commenting about the court's concerns about the spread of false information related to the elections, Minister Fachin noted Brazil is "facing circumstances that could put Brazil's democracy at risk." During the meeting, the information technology secretary at the TSE, Julio Valente, put forward a list of requests the court believes will disinformation. fire bomb molotov November 18 Dylan Hollingsworth yau ma tei How to Create a Private or Public Channel on Telegram? bank east asia october 20 kowloon Hashtags
from us


Telegram Notes Zone।Exam Mate
FROM American